https://www.ishraque.com/wp-content/uploads/2025/05/Ishraq-Hossain3.png

ইশরাক হোসেন

মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

বিশেষ সহকারী - বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি

প্রথম সদস্য - ঢাকা দক্ষিণ সিটি বিএনপি এবং রাজনীতিবিদ ও মানবাধিকার রক্ষাকারী

https://www.ishraque.com/wp-content/uploads/2021/03/ishraque.jpg

ইশরাক হোসেন

রাজধানী ঢাকায় আমার জন্ম ও বেড়ে ওঠা। আমি গর্বিত—কারণ আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান। আমি গর্বিত—কারণ আমি একজন বাংলাদেশি। আমার অহংকার—আমাদের লাল-সবুজের পতাকা।
আমি জানি, আমাদের চারপাশে রয়েছে নানান সমস্যা, অসংখ্য অসমতার উদাহরণ। কিন্তু আমি বিশ্বাস করি—সমস্যার উল্টো পিঠেই থাকে সমাধান। খুঁজে নিতে হবে সেগুলো। এগিয়ে আসতে হবে সততার সঙ্গে, সাহসের সঙ্গে।
আমার স্বপ্ন—বিশ্বমানের ঢাকা গড়া।
একটি আধুনিক, বাসযোগ্য নগরী। যেখানে নাগরিকেরা পাবেন সমান সুযোগ, সম্মান ও নিরাপত্তা।
আমি বিশ্বাস—করি সমতা ও সততার মাধ্যমেই এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
https://www.ishraque.com/wp-content/uploads/2021/03/Khoka.png

মহান স্বাধীনতা দিবস

উদযাপনের সময়
HoursMinutesSeconds
সাংগঠনিক প্রচারণার সময়সূচি
২৮
নভেম্বর
সকাল ১১ টা
নামফলক প্রতিস্থাপন কর্মসূচি
স্থান: বংশাল চৌরাস্তা, পুরান ঢাকা।
২৭
নভেম্বর
সকাল ৮ টায়
শহীদ ড: মিলন দিবস
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন
নভেম্বর
বাদ আছর
দোয়া মাহফিল
স্থান: ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ, গোপীবাগ।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ঢাকানির্বাচন ট্রাইবুনাল মামলা নং: ১৫/২০২০

উক্ত মামলা জনাব ইশরাক হোসেনের পক্ষ থেকে ০৪/০৩/২০২০ ইং তারিখে দায়ের করা হয়। মামলায় বিবাদী পক্ষ জবাব প্রদান করেন এবং পরবর্তীতে মামলা খারিজের জন্য আবেদন করেন, যা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ মহামান্য হাইকোর্টে একটি মিস আপিল দায়ের করেন এবং মামলাটির নিষ্পত্তি বিলম্বিত করার উদ্দেশ্যে দীর্ঘ সময় “আউট অব লিস্ট” অবস্থায় রেখে দেন।
পরবর্তীতে মহামান্য হাইকোর্ট স্টে ভ্যাকেট করে মামলাটি পুনরায় নিম্ন আদালতে শুনানির জন্য প্রেরণ করেন। এরপর মামলার ইস্যু গঠন করা হয় এবং বাদী পক্ষসহ অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য প্রদান করেন। যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের পর মামলার রায় ঘোষণা করা হয়।
রায়ে আদালত ইভিএম জালিয়াতি, ভোট কারচুপি, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধাদানসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আমলে না নিয়ে একতরফাভাবে রায় প্রদান করেন। অথচ সেই সময়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন উৎসে উক্ত অভিযোগগুলোর ব্যাপারে পর্যাপ্ত প্রতিবেদন ও তথ্য উপস্থাপিত হয়েছিল।
রায়ে নির্বাচন আইন ২০১০-এর ৫৯(খ) ধারার আলোকে আদালত ঢাকার সাবেক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করেন এবং পূর্বে প্রকাশিত গেজেট বাতিল করে জনাব ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে নতুন গেজেট প্রকাশের আদেশ দেন।
প্রসঙ্গত, আমাদের প্রাথমিক আবেদন ছিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফলাফল ও গেজেট বেআইনি ও বাতিলযোগ্য, যা ০৪/০২/২০২০ তারিখে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আরজি সংশোধন করে, আমরা দাবি করি যে, ইশরাক হোসেনকে অবৈধভাবে পরাজিত দেখানো হয়েছে এবং তাঁকে বৈধ মেয়র হিসেবে ডিক্লারেশন দেওয়ার আবেদন জানাই। বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন এবং উপস্থাপিত সকল প্রমাণের ভিত্তিতে আমাদের পক্ষে রায় প্রদান করেন।

নগর ভাবনাঐক্য থাকলে উন্নত শহর গড়া সম্ভব! তাই দরকার...

শিক্ষার মান উন্নয়ন

স্বাস্থ্যসেবার উন্নয়ন

যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন

অর্থনৈতিক উন্নয়ন

পরিবেশ সংরক্ষণ

ট্যাক্স সংস্কার

৪/১ গোপীবাগ, ২য় লেন, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ
© ২০২৫ - ইশরাক আইসিটি ইউনিট